ডাকসু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে সেখানে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। ঘটনার পরপরই পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানি গণমাধ্যমকে বলেন, সব সময় ক্যাম্পাসকে যারা অস্থিতিশীল করে তুলতে চায়, তারাই এ কাজ করেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ চক্রকে সনাক্ত করার চেষ্টা চলছে। এর আগে গত বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। তবে সেটি পুরোপুরি বিস্ফোরিত না হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। মধুর ক্যান্টিনের পশ্চিম দরজার সামনে ককটেলটি ছুড়ে ফেলে দুর্বৃত্তরা। এতে হালকা শব্দ ও ধোঁয়া বের হলেও সেটি পুরোপুরি বিস্ফোরিত হয়নি।