কুলাউড়ার বরমচালে ফের ট্রেন লাইনচ্যুত, সড়কে যান চলাচল বন্ধ

: কুলাউড়ার বরমচালে ফের ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো ট্রেন দুর্ঘটনার শিকার হলো। এলাকাবাসীর ক্ষোভ, কর্তৃপক্ষের উদাসীনতা বারবার দুর্ঘটনার জন্য দায়ি। এদিকে ট্রেনের লাইনচ্যুত বগিগুলো ফেঞ্চুগঞ্জ টু ব্রাহ্মণবাজার আঞ্চলিক সড়কের ওপরে পড়ে থাকায় যান চলাচল বর্তমানে বন্ধ আছে। এতে ট্রেনের বগি অপসারণের পর দুই পাশের সহস্রাধিক যান অপেক্ষমান আছে। যাত্রীরা নানা দুর্ভোগের শিকার হচ্ছেন। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল পৌণে ১০ টার দিকে কুলাউড়ার বরমচাল রেলওয়ে স্টেশন থেকে প্রায় ২০০ মিটার দূরে আউটার সিগন্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী মালবাহী একটি ট্রেন বরমচাল স্টেশনে প্রবেশের আগে হঠাৎ বিকট শব্দে একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনের মধ্যখানের ওই বগিসহ পেছনের প্রায় ১০/১২টি বগি টেনে হিঁচড়ে সামনের দিকে অগ্রসর হতে থাকে। এক পর্যায়ে ট্রেন চালক ইঞ্জিন বন্ধ করেন। ওই সময় প্রায় রেললাইনের ২৫০ থেকে ৩০০টি স্লিপার এবং অর্ধ সহস্রাধিক ক্লিপ ভেঙ্গে যায়। বর্তমানে এই রেল লাইনের বিভিন্ন ত্রুটি বিচ্যুতির কারনে যদিও দুর্ঘটনা ঘটছে তবুও কর্তৃপক্ষ কোন পাত্তাই দিচ্ছেন না। এলাকাবাসীর দাবি, বড় ধরনের ক্ষতি হওয়ার আগে সমাধানের জন্য পদক্ষেপ নেয়াটা দরকার। বরমচাল রেলওয়ে স্টেশন মাস্টার কাজল জানান, দুর্ঘটনাকবলিত বগি অপসারণের কাজ চলছে। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক হবে।