ইরানি রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ দিল্লির

আন্তর্জাতিক ডেস্ক:দিল্লি সহিংসতার নিন্দা জানিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ টুইট করায় ক্ষুব্ধ ভারত। তাদের ক্ষোভের কথা জানিয়ে দিতে ভারতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী চেগিনিকে মঙ্গলবার তলব করে তারা। এ সময় তার কাছে পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে দেয়া হয়। দিল্লি সহিংসতা ভারতের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়ে দেয়া হয় তাকে। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, দিল্লি সহিংসতায় কমপক্ষে ৪৭ জন নিহত হন। মিডিয়ায় যেসব খবর আসছে তাতে মুসলিমদের ওপরই বেশি অত্যাচার করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে নিন্দা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। তিনি এমন ঘটনাকে কাণ্ডজ্ঞানহীন দুর্বৃত্ততা বলে আখ্যায়িত করেছেন। সব ভারতীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ভারত সরকারের প্রতি। এর জবাবে মঙ্গলবার ইরানি রাষ্ট্রদূতকে তলব করে জানিয়ে দেয়া হয়, বিষয়টি একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। সূত্র বলেছে, দিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে মঙ্গলবার তলব করে তার পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে দেয়া হয়েছে।