জিন্দাবাজারে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন

নন্দিত সিলেট:সিলেট নগরীর জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা খাদিজা খাতুনের সভাপতিতে এবং দর্শন দেউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীমূল আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলার সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী, মুক্তিযোদ্ধা আবুল কালাম, সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজীদ খান, শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, জেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার গুকুল চন্দ্র দেবনাথ। এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। শিক্ষার্থী ও নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। এজন্য বিভিন্ন বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হচ্ছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ছবি ও ডকুমেন্টারি সংরক্ষণ করে সেগুলো মানুষের মাঝে প্রচার করতে হবে। বক্তারা বলেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়তে পারলেই আমরা বঙ্গবন্ধুর ঋণ শোধ করতে পারবো। তাই সবাই মিলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার রোমান মিয়া, ইউআরসি ইন্সট্রাকটর আনিসুজ্জামান ভূঁইয়া, জেলা হিসাব রক্ষক অফিসার হোসাইন আহমদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মালিক, ব্যবসায়ী সাদেকুর রহমান, মোগলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদী খানম, আউশা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা সুলতানা, বুরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা বেগম, হযরত শাহজালাল গরমদেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন রানী দে, মোস্তাক আহমদ, যুবলীগ নেতা নুরুল ইসলাম সোহেল, মো. আব্দুল বাছিত, জিন্দাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সেলিনা আক্তার, সূচনা রানী দাস, আয়শা বেগম, ফাহমিদা খানম শিউলী, মোছা. নূরজাহান বেগম, দীপা রানী দাস, মৃদুল দেবনাথ, মিত্রা পুরকায়স্থ, নাহিদা সরকার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র মো. তোফায়েল আহমদ ও গীতা পাঠ করেন জ্যোতি লাল দাস।