করোনা তহবিলে বড় অঙ্কের অনুদান ভারতীয় ক্রিকেট বোর্ডের

স্পোর্টস ডেস্ক:করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে পুরো বিশ্ব। সে লড়াইয়ে এবার যোগ দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। করোনা তহবিলে বিশাল অঙ্কের অর্থ দান করার কথা শনিবার ঘোষণা করে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। এক বিবৃতিতে বিসিসিআই জানায়, ‘প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, সচিব জয় শাহ এবং বিসিসিআই’য়ের অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার সঙ্গে একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর আপদকালীন ফান্ডে ৫১ কোটি রুপি অনুদান দেয়ার কথা ঘোষণা করেছেন। করোনা ভাইরাসের ভয়াবহতায় দেশের স্বাস্থ্যক্ষেত্র কঠিন চ্যালেঞ্জের মুখে। এমন পরিস্থিতিতে দেশের পাশে থাকতে চায় বিসিসিআই এবং সবরকম সাহায্য করতেও প্রস্তুত।’ ভারতীয় ক্রিকেট বোর্ড ছাড়াও সংকটের সময় অনুদানের জন্য এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশন, মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন ও সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। ভারতের ক্রিকেটাররাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। শচীন টেন্ডুলকার ৫০ লাখ রুপি দেয়ার কথা ঘোষণা করেছেন। সুরেশ রায়না দিয়েছেন ৫২ লাখ রুপি। এগিয়ে এসেছেন সৌরভ গাঙ্গুলি, হরভজন সিং সহ অন্যান্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদরাও।