বার্সা ডাকলেই ন্যু ক্যাম্পে ছুটে আসবেন জাভি

স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার লিজেন্ডারি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ ক্লাবের কোচের দায়িত্ব নিতে মুখিয়ে আছেন। জানিয়েছেন, বার্সার ডাকের অপেক্ষায় তিনি। লা ভ্যানগার্ডিয়াকে দেয়া এক সাক্ষাতকারে স্পেনের বিশ্বকাপ ও ইউরোজয়ী এই সাবেক তারকা বলেন, ‘আমি পরিষ্কারভাবেই বলছি, বার্সেলোনায় ফিরতে চাই। ব্যাপারটা নিয়ে আমি খুব এক্সাইটেড।’ বর্তমানে কাতারি ক্লাব আল সাদের কোচের দায়িত্ব পালন করছেন জাভি। কিছুদিন আগে যখন কোচ আর্নেস্তো ভালভার্দেকে ছাঁটাই করে বার্সা, তখন জাভির ন্যু ক্যাম্পে ফেরার গুঞ্জন ওঠে। তবে স্প্যানিয়ার্ড তারকা সেটি উড়িয়ে দিয়ে বলেন, ‘বার্সার দায়িত্ব নেয়ার জন্য প্রস্তুত নন।’ এরপর কিকে সেতিয়েনের সঙ্গে চুক্তি করে কাতালান ক্লাবটি। এখন সাবেক ক্লাবে কোচিংয়ের জন্য নিজেকে প্রস্তুত মনে করছেন জাভি। তিনি বলেন, ‘কোচিংয়ে নিজেকে যে অবস্থায় দেখছি, আমার মনে হয় খেলোয়াড়দের মাঝে আমার দর্শনটা নিয়ে আসতে পারবো।’ তবে একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি। কাজ করার ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা চান। তিনি বলেন, ‘আমি এমন লোকদের সঙ্গে কাজ করতে চাই যাদের প্রতি আমার বিশ্বাস থাকবে। যারা আমার অনুগত। আর ড্রেসিংরুমের আশপাশে ক্ষতিকর কেউ থাকবে না। ১৯৯৮ থেকে ২০১৫ পর্যন্ত বার্সার হয়ে ৭০০’র বেশি ম্যাচ খেলেছেন জাভি। জিতেছেন ৮টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লীগ এবং ক্লাব পর্যায়ের সব ট্রফি। স্পেনকে ২০০৮, ২০১২ ইউরো এবং ২০১০ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মাঝমাঠের এই কারিগর।