সৌদি আরবে ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক:দেশে করোনা ভাইরাসে মানুষ মারা যাওয়ার পর ভ্রমণ নিষেধাজ্ঞা আরো বৃদ্ধি করেছে সৌদি আরব। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক ও আভ্যন্তরীণ সব ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে। একই নির্দেশনা দেয়া হয়েছে সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে। রোববার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। এতে আরো বলা হয়েছে, জেদ্দা শহরে প্রবেশ ও শহর থেকে বের হওয়ার ওপরও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। স্থানীয় সময় বিকাল ৩টা থেকে দেয়া কারফিউয়ের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এর আগে একই নিষেধাজ্ঞা আরোপ করা হয় পবিত্র মক্কা, মদিনা, কাতিফ ও রিয়াদ শহরের জন্য। এই নিষেধাজ্ঞার অধীনে রয়েছে বাস, ট্রেন, ট্যাক্সি সহ সব গণপরিবহন। পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত এসব বন্ধ থাকবে। ১৫ই মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছে সৌদি আরব। এ সিদ্ধান্ত আভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে নেয়া হয়েছে ২১ শে মার্চ থেকে। সৌদি পাবলিক সিকিউরিটি একটি জরুরি টিমকে ২৪ ঘন্টার দায়িত্ব দিয়েছে, জরুরি প্রয়োজনে সাড়া দেয়ার জন্য। স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার বলেছে, সেখানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৬ জন। এর মধ্যে ভ্রমণ সংক্রান্ত ইতিহাস আছে ২৮ জনের। আগে করোনা আক্রান্ত হয়েছিলেন এমন মানুষের সঙ্গে সরাসরি সংস্পর্শে আসার ইতিহাস আছে ৬৮ জনের।