২৬ ঘন্টা গাড়িয়ে চালিয়ে লুকিয়ে বাড়ি ফিরলেন সেল্টা ফুটবলার

স্পোর্টস ডেস্ক: করোনা ভাইরাসের জেরে বিপর্যস্ত ইউরোপ। জরুরি অবস্থা চলছে ইতালি, স্পেনসহ বেশ কয়েকটি দেশে। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে। এমন পরিস্থিতির মধ্যেও স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগো উইঙ্গার পিওনে সিস্তো নিজে দেশ ডেনমার্কে ফিরেছেন। ২৬ ঘন্টা গাড়ি চালিয়ে ও ১ হাজার ৮৬৪ মাইল পথ পাড়ি দিয়েছেন তিনি। ক্লাবকে না জানিয়ে রওনা দিয়েছিলেন। বাড়িতে পৌঁছে অবশ্য ক্লাবকে জানিয়েছেন। এর জন্য শাস্তির মুখোমুখি হতে হবে ২৫ বছর বয়সী এই উইঙ্গারকে। স্পেনে জরুরি অবস্থা বাড়িয়ে ১১ই এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এরপরই স্পেন ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। ডেনমার্কে করোনা ভাইরাসের প্রভাব খুব বেশি পড়েনি। অন্য দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা থাকলেও ডেনিশদের জন্য সীমান্ত খোলা রেখেছে দেশটি। ক্লাবের অনুমতি না নিয়ে দেশে ফেরায় শৃঙ্খলা ভেঙেছেন সিস্তো। সেল্টা ভিগো জানিয়েছে, ‘তারা এই বিষয়টা অভ্যন্তরীনভাবে নিষ্পত্তি করবেন।’ জরুরি অবস্থার মধ্যে গাড়ি চালিয়ে স্পেনের আইনও ভেঙেছেন তিনি। এ জন্য তাকে ৬০০ ইউরো জরিমানা গুনতে হতে পারে। পিওনে সিস্তোর জন্ম উগান্ডায়। তার বাবা ও মা দুজনেই সুদানিজ হওয়ায় দক্ষিণ সুদানের নাগরিকও তিনি। ২ বছর বয়সে বাবা-মার সঙ্গে ডেনমার্কে পাড়ি জমান। সেখানেই বেড়ে উঠা। স্থানীয় লীগে আলো ছড়িয়ে ২০১৫ সালে জায়গা করে নেন ডেনমার্ক জাতীয় দলে। এখনো পর্যন্ত খেলেছেন ২১ ম্যাচ। স্প্যানিশ লা লিগার ক্লাব সেল্টা ভিগোয় নাম লেখান ২০১৬ সালে। খেলেছেন ১০০ ম্যাচ। চলতি মৌসুমেও একাদশে ছিলেন ১৯ ম্যাচে।