প্রাথমিকের ক্লাসও টেলিভিশনে

নন্দিত ডেস্ক:করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের পিছিয়ে পড়া ঠেকাতে সংসদ টেলিভিশনে ক্লাস চলছে ৬ ষ্ঠ থেকে ১০ম শ্রেণির। এবার প্রাথমিকের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ক্লাসও সংসদ টিভিতে দেখানো হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিহউল্লাহ বলেন, ক্ষুদে শিক্ষার্থীদের উপযোগী করে ক্লাস ধারণের কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যে টিভিতে ক্লাস দেখানো শুরু করা সম্ভব হবে বলে আশা করছি। তিনি আরও জানান, সংসদ টিভির সঙ্গে আমাদের কথা হয়েছে। এই টিভি ছাড়াও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্লাটফর্মে এসব কনটেন্ট আপলোড করব। উল্লেখ্য, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ই এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই ভাইরাসের সংক্রমণ না কমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আরও বাড়তে পারে বলে জানা যায়।।