অসুস্থ ছেলেকে দেখে ফেরার পথে গাড়ি দুর্ঘটনায় জার্মান ফুটবলার

স্পোর্টস ডেস্ক: অসুস্থ ছেলেকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন জার্মানির বিশ্বকাপজয়ী ডিফেন্ডার জেরোম বোয়াটেং। ফেরার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। রাস্তার পাশের ব্যারিয়ারে আঘাত হেনে দুমড়ে-মুচড়ে যায় তার মার্সিডিস কার। ভাগ্য ভালো বড় কোনো আঘাত লাগেনি বোয়াটেংয়ের। জার্মান আউটলেট বিল্ড জানিয়েছে, ছেলে জারমারকে দেখে লাইপজিগ থেকে মিউনিখে ফিরছিলেন বায়ার্ন মিউনিখের এই ডিফেন্ডার। উত্তর বাভারিয়ার সেলবিজটে আসার পর লেন চেঞ্জ করার সময় চাকা পিছলে ব্যারিয়ারে আছড়ে পড়ে তার দামী মার্সিডিস কার। বোয়াটেং যে খুব গতিতে গাড়ি চালাচ্ছিলেন তা নয়। তবে তার গাড়িতে লাগানো ছিল সামার টায়ার। শীতকালের জন্য যা উপযুক্ত নয়। আর এখন বাভারিয়াতে তুষার পড়ছে। বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। ৩১ বছর বয়সী এই সেন্টারব্যাক জানিয়েছেন, গাড়ি ঠিক করতে খরচ করতে হবে ২২ হাজার পাউন্ড। জার্মানিতে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় বায়ার্নের সব ফুটবলার এখন হোম কোয়ারেন্টিনে। বিশেষ প্রয়োজনে বাইরে বের হতে হলে ক্লাবের অনুমতি নিতে হয় তাদের। বোয়াটেং অনুমতি নিয়েই ছেলেকে হাসপাতালে দেখতে যান। ২০১৪ বিশ্বকাপে জার্মানিকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বোয়াটেং। ২০১১ থেকে তিনি খেলছেন বায়ার্নের হয়ে। এখন পর্যন্ত ৭টি বুন্দেসলিগা ও একটি চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি জিতেছেন এই ডিফেন্ডার।