করোনা সচেতনতায় জিন্দাবাজারে র‌্যাবের মহড়া

নন্দিত সিলেট:করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সিলেটসহ সারাদেশের মানুষকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে সরকার। নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ করা, অপ্রয়োজনে কেউ বাইরে না যাওয়া, করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা, সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা, প্রবাসীদের হোম কোয়ারেন্টিনে রাখতে প্রশাসনের সহযোগিতায় কাজ করছে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে করোনা সচেতনতায় নগরীর জিন্দাবাজার এলাকায় মহড়া দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-৯ (র‌্যাব)। নগরীর নিরাপত্তা জোরদারে বিভিন্ন এলাকয় টহল দেয় র‌্যাব। র‌্যাব-৯ এর এএসপি সত্যজিত কুমার ঘোষ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ি আমরা কাজ করছি। চেষ্টা করছি মানুষের সচেতনতা বৃদ্ধি করার এবং তারা যাতে ঘরে থাকেন সেটি নিশ্চিত করার। তিনি বলেন, দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে যখন যে সিদ্ধান্ত নেয়া প্রয়োজন হবে সেটিউ নেবে র‌্যাব।