ওয়ার্নের চোখে সেরা পাকিস্তান একাদশের অধিনায়ক ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক: সেরা পাকিস্তান একাদশ বেছে নিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। আর সেরা পাকিস্তান একাদশের অধিনায়ক ওয়াসিম আকরাম। যার অধীনে ১৯৯৯ সালের বিশ্বকাপের ফাইনালে খেলেছিল পাকিস্তান। ফাইনালে ওয়ার্নের অস্ট্রেলিয়া সেদিন পাকিস্তানকে হারিয়ে শিরোপা জেতে। ওয়ার্ন জিতে নেন ফাইনাল সেরার পুরস্কার। ক্যারিয়ারে শেন ওয়ার্ন যাদের সঙ্গে খেলেছেন তাদেরকেই রেখেছেন সেরা একাদশে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এক লাইভ সেশনে আজ বৃহস্পতিবার তার সেরা পাকিস্তান একাদশ বেছে নিয়েছেন ওয়ার্ন। ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন সাঈদ আনোয়ার ও আমির সোহেল। এই দুই ওপেনার ওই সময় ছিলেন সেরা ওপেনিং জুটির মধ্যে অন্যতম। মিডলঅর্ডারে তিন রান মেশিন ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খান। আর উইকেটরক্ষক-ব্যাটসম্যান মঈন খান। পেস অ্যাটাকের নেতৃত্বে ওয়াসিম আকরাম। সঙ্গে ওয়াকার ইউনুস ও শোয়েব আখতার। স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন সর্বকালের অন্যতম সেরা অফস্পিনার সাকলাইন মুশতাক। নিজে যেহেতু লেগ স্পিনার দলে রেখেছেন মুশতাক আহমেদকেও। ওয়াসিম আকরাম ১০৪ টেস্টে শিকার করেন ৪১৪ উইকেট। আর ৩৫৬ ওয়ানডেতে নিয়েছেন ৫০২ উইকেট। গড় ২৩.৫২। ওয়াসিম আকরাম সম্পর্কে ৫০ বছর বয়সী এই অজি কিংবদন্তি বলেন,‘আমার দেখা সেরা পেসার ওয়াসিম। বোলিংয়ে তার দক্ষতা ছিল অনন্য।’ পাকিস্তানের বিপক্ষে শেন ওয়ার্নের টেস্ট ক্যারিয়ার দুর্দান্ত। ১৩ টেস্টে ২১.১০ গড়ে ৭১ উইকেট নিয়েছেন এই লেগস্পিন কিংবদন্তি। শেন ওয়ার্নের চোখে সেরা পাকিস্তান একাদশ: সাঈদ আনোয়ার, আমির সোহেল, মোহাম্মদ ইউসুফ, ইনজামাম উল হক, ইউনিস খান, মঈন খান (উইকেটরক্ষক), ওয়াসিম আকরাম (অধিনায়ক), সাকলাইন মুশতাক, মুশতাক আহমেদ, ওয়াকার ইউনুস ও শোয়েব আখতার।