এমন কান্না সিলেটবাসী দেখেনি কখনো!

নন্দিত সিলেট; করোনাভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। একেকটি দেশ যেন পরিণত হচ্ছে মৃত্যুপরীতে। বাংলাদেশেও করোনার প্রভাবে বাড়ছে মানুষের মাঝে আহাজারি। সিলেটও এর ব্যতিক্রম নয়। শুক্রবার জুম্মার নামাজের পর সিলেটের মসজিদে মসজিদে ছিল কান্নার রুল। দেখে মনে হয়েছে যে, এ কান্না সিলেটবাসী এর আগে কখনো দেখেনি। করোনার প্রাদুর্ভাব বাংলাদেশে আসার পর মানুষের মাঝে বিরাজ করছে এক অজানা আতঙ্ক। গত তিন জুম্মা বার থেকে সিলেটের মসজিদে মসজিদে করোনা থেকে রেহাই পেতে মানুষকে বিশেষ দোয়া করতে দেখা গেছে। কিন্তু আজ শুক্রবার (৩ এপ্রিল) ছিল অনেকটা ব্যতিক্রম। মানুষের কান্নার আহাজারিতে সিলেটের বাতাস যেন কিছুটা ভারী হয়েছিল। সিলেটের দরগাহ মসজিদ, আম্বরখানা মসজিদ, বন্দর বাজার মসজিদ, কোর্ট পয়েন্ট মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, নাইওরপুল মসজিদ সহ বিভিন্ন পাড়ার মসজিদগুলোতে মুসল্লিদের কান্না ছিল চোখে পড়ার মত। করোনা থেকে রেহাই পেতে মসজিদে আসা মুসল্লিদের মহান আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে দোয়া করতে দেখা গেছে। এসময় প্রতিটি মসজিদে ‘আমিন আমিন’ ধ্বনি আর কান্নার আওয়াজ তরঙ্গ তুলে। সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় বিদেশে থাকা প্রবাসী সিলেটীসহ মুসলিম উম্মাহর জন্যও মসজিদে দোয়া করতে দেখা গেছে। সিলেট নগর ও শহরতলির মসজিদগুলোতে আজ শুক্রবার (৩ এপ্রিল) জুম্মার নামাজে মুসল্লিদের সমাগম খুব একটা কম ছিলো না। গত শুক্রবারের মতোই মসজিদে আসেন নামাজিরা। তবে প্রশাসনের পরামর্শ অনুযায়ী জুম্মার ফরজ নামাজের আগের ও পরের সুন্নত নামাজ বেশিরভাগ মুসল্লি ঘরেই আদায় করে নিয়েছেন। শুধু খুতবা ও ফরজ নামাজের সময়টুকুই মসজিদে ছিলেন। এদিকে, শাহজালাল দরগাহ মাজার মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন ধরে মুসল্লিদের ঢুকতে দেখা গেছে মুসল্লিদের। এসময় তাদের পায়ে জীবাণানাশক ওষুধ স্প্রে করা হয়।