কনিকার টেস্ট এবার 'নেগেটিভ'

বিনোদন ডেস্ক:দেহে সংক্রমণ নিয়ে ঘুরে-বেড়িয়ে রোগ ছড়ানোর জন্য সমালোচিত বলিউডি গায়িকা কনিকা কাপুর করোনাভাইরাসমুক্ত হয়েছেন। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না তিনি। ‘বেবিডল’ খ্যাত এই গায়িকার শনিবার পঞ্চমবারের পরীক্ষায় করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছে। এর আগে ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চারবার করোনাভাইরাস টেস্টে ‘পজিটিভ’ এসেছিল। বর্তমানে তিনি লখনৌর সঞ্জয় গান্ধি পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে চিকিৎসাধীন রয়েছেন। আরও একবার টেস্টে ‘নেগেটিভ’ এলেই তিনি হাসপাতাল ছাড়া পাবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ৯ মার্চ যুক্তরাজ্য থেকে ফিরে ২০ মার্চ এক টুইটে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য জানান ৪১ বছর বয়সী এ গায়িকা। বিদেশ থেকে ফেরার পর কোয়ারেন্টিন না মেনে বিভিন্ন পার্টিতে অংশ নেওয়ায় রোগ ছড়িয়ে মানুষের জীবন বিপদাপন্ন করার অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন লখনৌ পুলিশ। যদিও কনিকার দাবি ছিল, তিনি যখন ভারতে ফেরেন তখন আইসোলেশনে থাকার নিয়ম চালু হয়নি৷