দক্ষিণ সুরমার লালাবাজারে বিকেল ৫টা বাজার আগেই যথাসময়ে দোকান বন্ধ

এমরান ফয়সল: বিকেল ৫টা থেকে বন্ধ হল লালাবাজারের দোকানপাট। রবিবার এমন দৃশ্য দেখা গেছে দক্ষিণ সুরমার লালাবাজার সহ বেশীরভাগ জায়গায়। ঔষধের দোকান ছাড়া অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সকল দোকান বন্ধ করতে দেখা গেছে। রবিবার বিকেল ৫টা বাজার আগেই যথাসময়ে দোকান বন্ধ করার জন্য পুলিশ নির্দেশনা দিয়ে যায়। দোকানীরাও সিলেট জেলা প্রশাসনের নির্দেশ মেনে দোকান বন্ধ করেছেন যথা সময়ে। আজ রবিবার থেকে সিলেটের দোকানপাট বন্ধ করা হবে বিকেল ৫টায় এমন খবরে লালাবাজার বাসী প্রয়োজনীয় বাজার করতে দেখা গেছে বেশ আগেভাগেই। উল্লেখ্য, করোনাভাইরাস থেকে মানুষকে নিরাপদ রাখতে সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম শনিবার রাতে এ আদেশ জারী করেন। সিলেট শহর ও জেলার সকল উপজেলার ক্ষেত্রে এ নিয়ম মেনে চলার নির্দেশ প্রদান করেন শনিবার রাতে। সকাল থেকে নিত্যপ্রয়োজনীয় দোকান ও সার, বীজ, কীটনাশকের দোকান খোলা রাখা যাবে সকাল থেকে। আর বন্ধ করতে হবে বিকেল ৫টায়। বিকেল ৫টা পর শুধু ঔষধের দোকান খোলা রাখা যাবে।