বাংলাদেশ ফেরত ভারতীয় নারী আক্রান্ত

নন্দিত ডেস্ক: পিটিআই সোমবার জানায়, ভারতের ঝাড়খণ্ডে একজন বাংলাদেশ প্রত্যাগত নারী করোনায় আক্রান্ত হয়েছেন। সম্প্রতি বাংলাদেশ থেকে ফিরে এসেছিলেন তিনি। গত রবিবার ঝাড়খন্ডের বোকারো জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে তার পরীক্ষা হয়েছিল। একজন কর্মকর্তা জানিয়েছেন, এই নিয়ে রাজ্যে তিন জন শনাক্ত হল করোনায়। ওই কর্মকর্তা বলেছিলেন যে, ২২ বছর বয়সী মালয়েশিয় এক মহিলা এবং হাজারীবাগের একজন পুরুষ যথাক্রমে ৩১ শে মার্চ এবং ২ এপ্রিল করোনভাইরাসের জন্য ইতিবাচক বলে গণ্য হন। জেলা প্রশাসক মুকেশ কুমার বলেছেন, "বোকারো জেলার চন্দ্রপুরা ব্লকের তিন দম্পতি সম্প্রতি বাংলাদেশ সফর শেষে তাদের বাড়িতে ফিরে এসেছিল। তাদেরকে আলাদা করে রাখা হয়েছিল এবং তাদের সোয়াব নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছিল। মহিলার ফলাফল পজিটিভ এসেছে। ' জেলা প্রশাসক বলেছেন, বাংলাদেশ ফেরত আক্রান্ত মহিলার সংস্পর্শে এসেছেন এমন সন্দেহযুক্ত সকল ব্যক্তির টেস্ট করানো হচ্ছে।।