অযথা বাইরে বের হওয়ায় ওসমানীনগরে ৫ জনকে জরিমানা

ওসমানীনগর প্রতিনি:অযথা বাইরে ঘোরাফেরা করায় সিলেটের ওসমানীনগরে ৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বিকেল পাঁচটার মধ্যে দোকান বন্ধের নির্দেশনা না মানায় তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। রোববার (৫ এপ্রিল) উপজেলার সাদিপুর, শেরপুর (নয়াবাজার), বেগমপুর, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও কুরুয়াবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাহমিনা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা বেগম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নির্দেশনা না মেনে প্রতিষ্ঠান খোলা রাখায় মাসুমা টেলিকম (সাদিপুর) ২ হাজার টাকা, মেসার্স ঈরশ্বাদ আলী (গোয়ালাবাজার) ৩ হাজার টাকা, মাহিমা ডিপার্টমেন্টাল স্টোরকে (দয়ামীর) ২ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে অপ্রয়োজনরে বাইরে বের হওয়ায় ৫ জনকে পৃথকভাবে বিভিন্ন পরিমাণে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাহমিনা আক্তার বলেন, করোনা সতর্কতায় আমরা সরকারি নির্দেশনা মানুষর কাছে পৌঁছে দিচ্ছি। একই সাথে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছি। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন জায়গায় অভিযান ও জরিমানা করা হচ্ছে।