সিলেটে কাল থেকে হবে করোনা পরীক্ষা

নন্দিত সিলেট:সিলেটে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে করোনাভাইরাস পরীক্ষা। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে এই কাজ শুরু হবে। সব প্রস্তুতি সম্পন্ন। সোমবার পরীক্ষামুলকভাবে এক দফা টেস্টিং কার্যক্রম করা হয়েছে। গত ৩০ শে মার্চ সিলেটে এসেছিলো করোনাভাইরাস পরীক্ষার পিসি ল্যাব। সঙ্গে এসেছে ৫শ’ কীটও। এরপর থেকে ওসমানী মেডিকেল কলেজে ওই ল্যাব বসানোর কাজ শুরু হয়। এক সপ্তাহে ল্যাব বসানোর কাজ শেষ করা হয়েছে। ঢাকা থেকে আইইডিসিআরের কর্মকর্তারা সিলেটে এসে ল্যাব পরিচালনার প্রশিক্ষনও দিয়ে গেছেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান জানিয়েছেন- মঙ্গলবার থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে করোনাভাইরাস পরীক্ষা করা হবে। এক সঙ্গে ৯৪ জনের করোনা পরীক্ষা করা সম্ভব হবে। সিলেট বিভাগে সংগৃহিত রক্ত প্রতিদিন দুই বেলা পরীক্ষা করা হবে। তারপর পরীক্ষার ফলাফল ঢাকার আইইডিসিআরে পাঠানো হবে।