টিকার নিরাপত্তায় স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করছে পুলিশ: আইজিপি

করোনার টিকার নিরাপত্তা রক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে পুলিশ সমন্বয় করছে বলে জানিয়েছেন পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, টিকা নিয়ে যা ঘটছে তা অত্যন্ত গর্হিত কাজ। এটা জানার সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা স্বাস্থ্য অধিদপ্তরকে যেকোনো ধরনের সহযোগিতা করবো এবং তাদের চলমান নানা উদ্যোগে পুলিশের সমর্থন থাকবে। গতকাল দুপুরে পুলিশ সদর দপ্তরে বাংলাদেশ পুলিশের নিজস্ব সংবাদভিত্তিক অনলাইন পোর্টাল ‘পুলিশ নিউজ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, কয়েকদিন আগে করোনার ভুয়া টিকাসহ উত্তরখান এলাকায় এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, সাংবাদিকতার ‘গোল্ডেন রুলস’ অনুসরণ করে পুলিশ নিউজ পোর্টালে সংবাদ পরিবেশন করা হবে। বাংলাদেশ পুলিশ অবাধ তথ্য প্রবাহে বিশ্বাস করে। এরই অংশ হিসেবে নিউজ পোর্টালটি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে এটি বাংলায় চালু করা হয়েছে। পরবর্তী সময়ে এর ইংরেজি ভার্সন চালু করা হবে। পুলিশের অর্জনগুলো তুলে ধরা হবে এ পোর্টালে। পরিবেশন করা হবে ইতিবাচক সংবাদ। দেশের যেসব কাঙ্ক্ষিত অর্জন হয়েছে সেসব ইতিবাচক সংবাদগুলো তুলে ধরা হবে। তিনি আরও বলেন, পোর্টালে দেশ-বিদেশের সাম্প্রতিক নিউজ ছাড়াও পুলিশের বিভিন্ন ইউনিটের অর্জনগুলো দ্রুততম সময়ে তুলে ধরা হবে। পুলিশ নিউজে মূলত পুলিশ সদস্যরাই নিউজ করবেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলে তাদের নিউজগুলো অনুমতি সাপেক্ষে ক্রেডিট দিয়ে ছাপানো হবে। আইজিপি আরও বলেন, পুলিশ বাহিনীকে এগিয়ে নিতে ২০ বছর মেয়াদি পরিকল্পনা নেয়া হয়েছে। ২০৪১ সালে যদি আমরা ধনী রাষ্ট্র হওয়ার টার্গেট করি, তবে পুলিশকে ধনী রাষ্ট্রের উপযোগী বাহিনীতে রূপান্তর করতে হবে। এই প্রক্রিয়াটা হতে হবে সমান্তরাল। এরইমধ্যে ২০ বছরের একটি পরিকল্পনা নেয়া হয়েছে। আমরা ধাপে ধাপে উন্নতি করতে চাই। সেক্ষেত্রে প্রযুক্তি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তিনি আরও বলেন, উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ প্রযুক্তির ব্যবহারে অনেক এগিয়ে। আমরাও প্রযুক্তিগত উন্নয়ন দুই ধাপে করার চেষ্টা করছি। একটি হলো অপারেশনাল কার্যক্রমকে আমরা যথাসম্ভব হাইটেকে রূপান্তর করছি। অপরটি হলো লজিস্টিক অপারেটর যেগুলো আছে, সেগুলোকেও কম্পিউটারাইজ করতে চাই, সফটওয়্যার নিয়ে আসতে চাই। তিনি আরও বলেন, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা এই ওয়েবসাইট থেকে পুলিশের কার্যক্রম-সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে পারবেন। পুলিশ নিউজ মূলধারার সংবাদমাধ্যমের মতো জাতীয় ও আন্তর্জাতিক খবরও পরিবেশন করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন আমাদের অর্জন আছে। গত মঙ্গলবার বাংলাদেশের একজন বিজ্ঞানী আন্তর্জাতিক একটি পুরস্কারে ভূষিত হয়েছেন। আমরা আমাদের ইতিবাচক দিকগুলোকে সামনে নিয়ে এগিয়ে যেতে চাই। দেশে ৭ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। তাই পুলিশও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করতে চাই। অনুষ্ঠানে পুলিশের অতিরিক্ত আইজি (অ্যাডমিন ও অপারেশন) মো. মইনূর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজিপি (ডিএমপি কমিশনার) মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি নাজিবুর রহমান, অতিরিক্ত আইজিপি (সিআইডি) ব্যারিস্টার মাহবুবুর রহমান, অতিরিক্ত আইজিপি ইব্রাহিম ফাতেমী, অতিরিক্ত আইজিপি (এসবি) চলতি দায়িত্বে মনিরুল ইসলাম, পুলিশ সদর দপ্তরের ডিআইজি (অপারেশন) হায়দার আলী খান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান ও পুলিশ নিউজের সম্পাদক ও প্রকাশক এআইজি (মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি) মো. কামরুজ্জামান প্রমুখ। এ ছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি ও ভার্চ্যুয়ালি যোগ দেন।