তবুও প্রচারণায় মাহি

শোবিজ থেকে সাময়িক বিরতিতে থাকলেও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সংসদীয় উপনির্বাচনে মনোনয়ন কিনলেও এবারের যাত্রায় আওয়ামী লীগের সমর্থন পাননি এ অভিনেত্রী। তবুও নির্বাচন থেকে দূরে নেই তিনি। নির্বাচনী প্রচারণায় নিজেকে ব্যস্ত রেখেছেন। এবার নিজের জন্য নয়, মাঠে-ময়দানে এবং জনসভায় ভোট চাইছেন আসন্ন ১লা ফেব্রুয়ারি চাঁপাই নবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহা. জিয়াউর রহমানের জন্য। এই আসনেই নির্বাচনের জন্য মনোনয়ন চেয়েছিলেন মাহি। শেষ পর্যন্ত দলের চূড়ান্ত সমর্থন না পেলেও দলীয় প্রার্থীর জন্য ঠিকই মাঠে নেমেছেন নায়িকা। রাজনৈতিক ক্যারিয়ার হিসেবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন মাহি। সমপ্রতি চাঁপাই নবাবগঞ্জের নাচোল উপজেলার একটি গ্রামে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় হাজির হন মাহি। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, সারা দেশের উন্নয়ন বসে বসে শুধু ফেসবুকেই দেখবেন? নাকি চাঁপাই নবাবগঞ্জের কাঙ্ক্ষিত উন্নয়ন চাইলে আগামী ১লা ফেব্রুয়ারি চাঁপাই নবাবগঞ্জ-২ আসনে নৌকা প্রতীকে ভোট দিতে হবে। উন্নয়ন পেতে মাননীয় প্রধানমন্ত্রীকে এই আসনে নৌকার বিজয় উপহার দিতে হবে। তিনি আরও বলেন, নৌকার যাকে প্রার্থী বানিয়েছে তিনি মাটি ও মানুষের নেতা। নির্বাচনী প্রচারণায় যত জায়গায় গেছি, যত মানুষের কাছে গেছি, সবাই নৌকার পক্ষে কথা বলেছেন। এ সময় আরও বক্তব্য রাখেন চাঁপাই নবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মুহা. জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রমুখ।  এই উন্নয়নের ছোঁয়া পেতে চান।