‘সিন্ডিকেট নাট্যাঙ্গনকে গ্রাস করছে’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে শোবিজে পথচলা শুরু। দিন যত গেছে তার অভিনয়ের পরিধি সমানতালে এগিয়েছে। সম্প্রতি ‘বংশ প্রদীপ’ শিরোনামের নতুন একটি নাটকে কাজ করছেন তিনি। নাটকটি নির্দেশনা দিয়েছেন রহিম সুমন। পিতা-মাতা এবং সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা এবং বংশের প্রদীপ নিয়ে এ নাটকের গল্প। এ নাটকটিতে তিনি অভিনেতা তানভীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন। এদিকে বিজয় দিবসে চ্যানেল আইতে প্রচার হয়েছে ফরিদুর রেজা সাগরের গল্পে অরুণ চৌধুরীর পরিচালনায় নাটক ‘স্মার্ট বাড়ি’। এতেও অভিনয় করেন মৌসুমী। সম্প্রতি তার অভিনীত সিনেমা ‘১৯৭১ সেইসব দিন’ তার অভিনয় প্রশ‘গুটি’ সিরিজেও মৌসুমী নেতিবাচক চরিত্রে কাজ করে নজর কেড়েছেন। কিন্তু সিনেমায় নিয়মিত আপনাকে না পাওয়ার কারণ কি? মৌসুমী হামিদ বলেন, সত্যি বলতে সিনেমায় যখন কাজ শুরু করি তখন অনেক প্রযোজনা প্রতিষ্ঠান আমাকে নতুন নতুন সিনেমার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমার নিজেরই ব্যর্থতা যে আমি বাণিজ্যিক সিনেমার পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে পারিনি। নাটকেই মনোযোগী হযেছি। মৌসুমী যোগ করে বলেন, আমি অভিনেত্রী। ভালো কাজের জন্য মুখিয়ে থাকি। আমাকে সুযোগ দেয়ার দায়িত্ব পরিচালকদের। সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, দর্শকরা বিগত কয়েক বছর ধরে ঘুরেফিরে নাটকে গুটিকয়েক অভিনেতা-অভিনেত্রীকেই কেবল দেখেছেন।

 আজকাল নাটক পাড়ায় সিন্ডিকেট নামে একটি শব্দ বহুল প্রচলিত। আমি মনে হয় সিন্ডিকেটের বাইরে পড়ে গেছি। তাই বেশকিছু নাটকের শুটিংয়ের ডেট ফাইনাল হওয়ার পরও বাদ পড়ে যাই। অতীতে যারা আমার সঙ্গে কাজ করেছেন তারাই আজকাল আমার সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। এর কি কারণ আমার বোধগম্য নয়। সিন্ডিকেট নাট্যাঙ্গনকে গ্রাস করছে। অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী সিন্ডিকেটের কবলে পড়ে বাধ্য হচ্ছে পেশা ছেড়ে দিতে। মৌসুমী বলেন, একটি কথা মনে রাখতে হবে। উপরওয়ালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। যারা এই সিন্ডিকেট তৈরি করেছেন। মানুষের রুটি-রুজি নিয়ে যারা ছিনিমিনি খেলেন তারা অবশ্যই একদিন না একদিন তাদেরই পাপের প্রায়শ্চিত্ত করবেন। বিয়ে বিষয়ে এ অভিনেত্রী বলেন, বিয়ে অবশ্যই করবো। আমার কাছে মানুষের বাইরের রূপ মুখ্য নয়। মানবতা ও রুচিবোধ সম্পন্ন মানুষই আমার পছন্দ।