অভিশপ্ত সময়

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কেটে গিয়েছে ৩ বছর। বহু ঝড়ঝাপটার পর বর্তমানে নিজেকে সামলাতে ব্যস্ত রিয়া চক্রবর্তী। অল্প অল্প করে নিজের জীবনকে গুছিয়ে নিচ্ছেন। কিন্তু সেই অভিশপ্ত সময়ের রেশ যেন কিছুতেই রিয়ার পিছু ছাড়তে চাইছে না। সুশান্তের বাবা অভিনেত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেয়ার অভিযোগে মামলা দায়ের করেছিলেন। এরপর সিবিআইয়ের তরফেও রিয়ার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়। যার জন্য বিদেশে যেতে পারছেন না অভিনেত্রী। এবার সেই প্রেক্ষিতেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন রিয়া। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছিল। সেই সার্কুলারটি স্থগিত রাখার আবেদন জানিয়েই বম্বে উচ্চ আদালতের দ্বারস্থ হকাজের পরিসর বাড়াতে চান তিনি। সেই সূত্রে বিদেশেও যেতে হতে পারে। কাজের জন্যই বিদেশে যাওয়ার ছাড় পেতে হাইকোর্টে আবেদন জানালেন তিনি। সম্প্রতি অভিনেত্রীর আইনজীবী অভিনব চন্দ্রচূড় বিচারপতি গড়কড়ির নেতৃত্বের ডিভিশন বেঞ্চের কাছে জানিয়েছেন, মাদক মামলায় জামিন পাওয়ার পর বিশেষ এনডিপিসি আদালতের তরফে বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছিলেন রিয়া। তবে সিবিআইয়ের তরফে যে এফআইআর দায়ের করা হয়। তার জন্য দেশের বাইরে যেতে পারেননি ৩ বছর। কিন্তু সিবিআইয়ের তরফে ওই মামলার কোনো অগ্রগতি হয়নি।