পুলিশের বাধায় ইসলামী আন্দোলনের মিছিল পণ্ড

একতরফা নির্বাচন বাতিল ও নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। গতকাল দুপুরে জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে সমাবেশ করে দলটি। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে তা মসজিদের উত্তর গেটেই আটকে দেয় পুলিশ। যদিও মিছিল নাইটিঙ্গেল মোড় ঘুরে ফের বায়তুল মোকাররমের উত্তর গেটে এসে শেষ হওয়ার কথা ছিল। মিছিল পূর্ব সমাবেশে আগামী ২৬শে ডিসেম্বর একতরফা পাতানো জাতীয় নির্বাচন বাতিল এবং বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে সকল জেলা প্রশাসকের মাধ্যমে প্রেসিডেন্ট বরাবর স্মারকলিপি প্রদান করার কথা জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি বলেন, এরপরও যদি আমাদের দাবিকে মানা না হয় এবং অগ্রাহ্য করা হয় তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে। পীর সাহেব চরমোনাই যেই কর্মসূচি ঘোষণা করেছেন তা লাগাতার চলবে। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ততদিন আমরা রাজপথে থাকবো। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, দেশের পৌনে বারোটা বেজে গেছে। আমার মনে হয় আগামী ৭ই জানুয়ারি দেশের বারোটা বাজার অ্যালার্ম বেজে উঠবে। দেশে ভোট দেয়া লাগবে না, নির্বাচনের আগেই ভোট দেয়ার পরিস্থিতি চলছে। আবার শিক্ষা কমিশনের পরীক্ষা দেয়া লাগবে না অটো পাস হয়ে যাবে।