ছাড়ের আসনেও চ্যালেঞ্জে জাপা

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে ছাড় পাওয়া ২৬ আসনেও কঠিন চ্যালেঞ্জের মুখে জাতীয় পার্টির প্রার্থীরা। আওয়ামী লীগের নেতারা এসব আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এই প্রার্থীরা জোর প্রচারণা চালাচ্ছেন। বিপরীতে জাতীয় পার্টির প্রার্থীদের এখনো জোরালো প্রচারণা চালাতে দেখা যাচ্ছে না। কোনো কোনো আসনে জাপা প্রার্থীরা অনেকটা কোণঠাসা হয়ে আছেন। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলোর মধ্যে রয়েছে রংপুর-৩ (রংপুর সদর)। এই আসন থেকে লাঙ্গল নিয়ে লড়ছেন পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তবে এই আসনে চ্যালেঞ্জ জানাচ্ছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারুল ইসলাম রানী (ঈগল)। জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ায় এক প্রকার ক্ষোভ আছে নেতাকর্মী ও ভোটারদের মাঝে। অনেকেই লাঙ্গল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। আবার রানী ভালো বক্তা ও সম্প্রতি হামলার শিকার হওয়ায় এখন আলোচনায়।