পদত্যাগ করেছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ

পদত্যাগ করেছেন ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ। পদত্যাগের বিষয়টি জানিয়েছে ইতিমধ্যে পার্লামেন্টে একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। ওই পত্রে তিনি লিখেছেন, আল-বান্না জোটের পক্ষ থেকে যাকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়েছে তাকে এই পদে বসানো হলে সংবিধান লঙ্ঘিত হতে পারে। তাই তিনি পদত্যাগ করছেন। তিনি আরো জানান, সংসদ সদস্যদেরকে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের সুযোগ দিতেই তিনি পদত্যাগপত্র দিয়েছেন। অর্থনৈতিক সংকট ও দুর্নীতির বিরুদ্ধে গত ১লা অক্টোবর থেকে বড় ধরনের বিক্ষোভ চলছে ইরাকের প্রধান শহরগুলোতে। বিক্ষোভ দমন করতে গিয়ে এক পর্যায়ে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দমনমূলক আচরণ করতে শুরু করে ইরাকের শাসকগোষ্ঠি। এতে নিহত হন ৪ শতাধিক আন্দোলনকারী। এমন পরিস্থিতিতে গত ২৯শে নভেম্বর পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি। তার পদত্যাগের পর সেখানে দেখা গেছে আরেকটি নতুন জটিলতা। ইরাকের রাজনৈতিক দলগুলো এখন পর্যন্ত নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের বিষয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি। এমন জটিল পরিস্থিতির মধ্যেই প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগের ঘোষনা দিলেন বারহাম সালিহ।