ফ্লাইওভার থেকে গাড়ি ছিটকে পড়ে নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হায়দরাবাদে ফ্লাইওভার থেকে একটি গাড়ি পড়ে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে শহরের ভরতনগর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। পুলিশ জানায়, ফ্লাইওভার থেকে গাড়িটি দ্রুতগতির কারণে পিছলে নিচের রাস্তায় পড়ে বিধ্বস্ত হয়। তবে, ওই সময় রাস্তাটি নির্জন থাকায় ফ্লাইওভারের নিচে কেউ আহত হয়নি। ছয় যুবক গাড়িটি নিয়ে মিয়াপুরের দিকে যাচ্ছিল, এমন সময় দুর্ঘটনাটি ঘটে। বেপরোয়া গতির গাড়িটি রেলিংয়ে ধাক্কা লেগে ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে যায়। এতে চালকের পাশে বসে থাকা ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান, চালকসহ ৫ জন আহত হয়। আহতদের স্থানীয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিল সে মাদকাসক্ত ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। তিন মাসেরও কম সময়ে হায়দারাবাদ শহরে এটি দ্বিতীয় দুর্ঘটনা। গত বছরের ২৩ নভেম্বর, একটি দ্রুতগামী গাড়ি সদ্য উদ্বোধন করা বায়োডাইভারসিটি ফ্লাইওভার থেকে পড়ে যায়। নীচে ফুটপাথের ওপর থাকা এক মহিলা মারা গিয়েছিলেন এবং দু’জন আহত হয়েছেন।