ওমরাহকারীদের জন্য ‘ছাড়’

ধর্ম ডেস্ক:ওমরাহ পালনকারী যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তাদেরকে ‘ছাড়’ বা নিয়ম লঙ্ঘনের দায় থেকে মুক্তি দেয়ার সুযোগ দেয়ার জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে সৌদি আরব। শাস্তি এড়াতে এমন আবেদন করার আহ্বান জানিয়েছে জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট। এ খবর দিয়ে অনলাইন আরব নিউজ বলছে, সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ বিষয়ে বিবৃতি দিয়েছে ডিরেক্টরেট। এটি প্রকাশ হয়েছে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। আইনগত বাধ্যবাধকতা ও আর্থিক দন্ড এড়ানোর সুযোগ দেয়ার জন্য এমন উদ্যোগ নেয়া হয়েছে। ২৮শে মার্চ শনিবারের পর এই আবেদন ফরম আর গ্রহণ করা হবে না। এতে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব ব্যক্তির ফেরত যাওয়ার ফ্লাইটের ব্যবস্থা করবে।