কোম্পানীগঞ্জে সেনাবাহিনী নিয়ে প্রশাসনের খাদ্য বিতরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনীর সহযোগিতায় উপজেলার প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল, সাবান ও মাস্ক বিতরণ করা হয়। সোমবার (৩০ মার্চ) সকাল থেকে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি, কালীবাড়ি, ভাটরাই, সাতাল, চন্দ্রনগর এবং উত্তর রণিখাই ইউনিয়নের কুলিবস্তি, মাঝেরগাঁও, বরমসিন্দিপুর, মণিপুরি বস্তিসহ বিভিন্ন এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকার নির্দেশনায় উপজেলায় কর্মহীন হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সোহেল নিজে এসব এলাকায় গিয়ে দিনমজুর ও খেটে-খাওয়া মানুষের ঘর খোঁজে বের করেন। এরপর তাদের ঘরে পৌঁছে দেন এসব খাদ্য সামগ্রী। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য জানান, উপজেলার প্রতিটি দুস্থ পরিবারকে সরকারি পক্ষ থেকে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা। উপজেলার ৬টি ইউনিয়নের সকল দুস্থ পরিবারের মাঝে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি কোম্পানীগঞ্জের সকল বিত্তবানদেরকে দরিদ্রদের পাশে ধারানোর আহ্বান জানিয়ে বলে আপনাদের অল্প সাহায্য ও সহযোগিতায় দরিদ্র পরিবার গুলো উপকৃত হবে। এসময় পূর্ব ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান মো. বাবুল মিয়া, উপজেলা ভূমি অফিস কর্মকর্তা লোকমান হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুত কান্তি দাস সামগ্রী বিতরণে সহায়তা করেন।