নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, বই পড়ে সময় কাটে ফখরুলের

নন্দিত ডেস্ক:মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব। এক সময় দলীয় কর্মসূচিতে ব্যস্ত সময় পার করা এই নেতা এখন অন্য সবার মতোই ঘরবন্দি। দিন রাত রাজনীতির মাঠে চষে বেড়ানো ফখরুল পরিবারকে সময় দিতে পারতেন না খুব একটা। এক সময়ে ব্যস্ত মানুষ এখন কিভাবে সময় কাটান। মির্জা ফখরুল মানবজমিন এর সঙ্গে আলাপে জানিয়েছেন, নির্ধারিত রুটিন মতোই কেটে যায় সময়। সকাল থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু হয় টেলিফোনে। অবসর হলেই বই পড়তে বসেন। এর বাইরে দুই মেয়ের সঙ্গে টেলিফোনে যোগাযোগ হয় নিয়মিত। স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে উত্তরার বাসায় থাকেন মির্জা ফখরুল। সকালে ফজরের নামাজ আদায় করে কিছুটা বিশ্রাম নেন। বিশ্রাম শেষে চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়েন। পরে দলীয় বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। দিনের বাকিটা সময় কাটে বই পড়ে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানবজমিনকে বলেন, সারা পৃথিবীই এখন লকডাউন প্রায়। তবে ঘরে বসেই আমরা আমাদের কাজটুকু করছি। টেলিফোনে যোগাযোগ রাখছি আমাদের নেতৃবৃন্দের সঙ্গে। বিভিন্ন জেলা, বিভাগ এবং সেন্ট্রালের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ রাখছি। সকলকে প্রয়োজনীয় আশ্বাস দিচ্ছি। লকডাউন এর মধ্যেও আমরা আমাদের চেয়ারপারসনের সঙ্গে কথা বলেছি ভিডিও কনফারেন্সে। ওনি আমাদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। ইতিমোধ্যে করোনা নিয়ে আমরা একটি প্যাকেজ দিয়েছি। যেটা আমি মনে করি বেস্ট একটা প্যাকেজ। এই সময়ে প্যাকেজটা দেশের মানুষের অনেকটাই কাজে আসবে। তিনি বলেন, আমার এক মেয়ে বিদেশে আরেক মেয়ে ঢাকায় থাকে। তাদের সঙ্গে যোগাযোগ হয় টেলিফোনে। ওদের সঙ্গে দিনের বেলা অন্তত একবার হলেও যোগাযোগ করি। আমি বেশিরভাগ সময় টেলিফোনের মধ্যে থাকি। বাকি সময়টা বই পড়ে কাটাই।