ভারতে পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ ট্রেন

লকডাউনের কারণে ভারতের বিভিন্ন রাজ্যে আটকে পড়া লাখ লাখ শ্রমিককে নিজ নিজ বাড়িতে ফেরার অনুমতি দেয়া হয়েছে। পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি তীর্থযাত্রী, শিক্ষার্থীদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেন চালানোর অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, উত্তরাঞ্চলের রাজস্থান সরকার ইতিমধ্যে ৪০ হাজার শ্রমিককে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করেছে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নোটিশে বলা হয়েছে, এসব শ্রমিক বর্তমানে যেখানে আছে সেখানে এবং নিজ বাড়িতে ফেরার পরও তাদের করোনাভাইরাসের লক্ষণ পরীক্ষা করতে হবে এবং ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। এসব শ্রমিক নিজেদের ব্যবস্থাপনায় নয় বরং সংশ্লিষ্ট রাজ্য সরকারের ব্যবস্থাপনাতে বাড়ি ফিরতে পারবে। এনডিটিভি জানিয়েছে, লকডাউনের মধ্যেই শুক্রবার ভোরে পরিযায়ী শ্রমিকদের নিয়ে তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডে রওনা হয়েছে প্রথম ট্রেন। ট্রেনে যাত্রী ছিল ১,২০০ জন। সামাজিক দূরত্ব বজায় রেখেই তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। ২৫ মার্চ লকডাউন শুরু হওয়ার পর বাড়ি ফিরতে চরম সমস্যায় পড়েন পরিযায়ী শ্রমিকরা। অভাবে, খিদের তাড়নায় বাড়ি ফেরার জন্য মুম্বাইয়ের বান্দ্রায় লকডাউন উপেক্ষা করে স্টেশনে জড়ো হয়ে গত ১৪ এপ্রিলে বিক্ষোভও করে শ্রমিকরা।