কমলগঞ্জে নদীতে মাছ ধরতে গিয়ে কিশোরের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম এলাকায় ধলাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর দেওড়াছড়া চা বাগানের শ্রমিক দুর্গা কুর্মীর ছেলে জীবন কুর্মী (১৫)। রবিবার (১০ মে) সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। সূত্র জানায়, চার পাঁচ বন্ধুর সঙ্গে ধলাই নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুব দিয়ে নিখোঁজ হয়েছিল জীবন। দীর্ঘ সময় সে পানির নিচ থেকে না উঠায় তার বন্ধুরা বিকাল ৪টা থেকে পানিতে খোঁজাখুজির পর সন্ধ্যা সাড়ে ৬টায় তার লাশ উদ্ধার করে। রহিমপুর ইউনিয়নের দেওড়াছড়া চা বাগান ওয়ার্ডের ইউপি সদস্য সিতাংশু কর্মকার বলেন, দেওড়াছড়া চা বাগানের চা শ্রমিক সন্তান জীবন কুর্মী বন্ধুদের সঙ্গে বিষ্ণুপুর এলাকায় ধলাই নদীতে মাছ ধরতে যায়। জীবন কুর্মী পানিতে ডুব দিয়ে নিচ থেকে মাছ ধরে আনতে গেলে সে আর পানির নিচ থেকে উঠে আসেনি। বিকাল ৪টা থেকে সহযোগীরা পানির নিচে অনেক খোঁজাখুজির পর সন্ধ্যা সাড়ে ৬টায় জীবনের লাশ উদ্ধার করে। ইউপি সদস্য আরও বলেন, সম্ভবত জীবন সাতাঁর জানে না বলে আর পানির নিচ থেকে উঠে আসতে পারেনি। সে পানির নিচে কোথাও আটকা পড়েছিল। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।