সালমানের হুমকি

লকডাউন অমান্য করে পানভেলের ফার্মহাউজ ছেড়ে মু্ম্বইর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ফিরলেন সালমান খান-এমন ‘ভুয়া’ খবরে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন অভিনেতা। খবর প্রকাশ হয়েছে, বিগত দেড় মাস ধরে বাড়ির বাইরে। তাই মা-বাবাকে ভীষণ মিস করছিলেন বলেই দেশে চতুর্থ পর্যায়ের লকডাউন শুরু হওয়ার আগেই মুম্বইতে ফিরে এসেছেন ভাইজান। কিন্তু সত্যিই কি লকডাউনের নিয়ম অমান্য করেছেন সালমান? সত্য-মিথ্যা যাচাই না করেই দিন দুয়েক ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই খবর। আর চারদিকে এই ভুয়া খবর রটতেই এতটাই চটে গিয়েছেন সালমান যে, আইনি পদক্ষেপ নেয়ার হুমকিও দিয়েছেন। লকডাউন অমান্য করে শুধু মুম্বই ফেরার খবরই চাউর হয়নি, পাশাপাশি এও শোনা যাচ্ছে যে, সালমান খান ফিল্মসের তরফে তাদের নতুন ছবির জন্য ইতিমধ্যেই কাস্টিংয়ে কাজ শুরু করে দেয়া হয়েছে। এই খবরও ভুয়া বলে দাবি করেছেন ভাইজান। যার স্বপক্ষে যুক্তি দিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে, এই মুহূর্তে তারা কোনোরকম ছবির কাস্টিংয়ের কাজই করছেন না। তাই ভুয়া খবরে যাতে কেউ কান না দেন। পাশাপাশি ভাইজান এও বলেন যে, গুজবে কান দেবেন না! সালমান খান ফিল্মস এই মুহূর্তে কোনো ছবির জন্য কাস্টিং করছে না। এমনকী, আমাদের আগামী প্রজেক্টের জন্য আমরা কোনো কাস্টিং এজেন্টও রাখিনি। তাই এই ধরণের কোনো মেইল কিংবা মেসেজে পেলে, বিশ্বাস করবেন না। কোনো সংস্থার তরফে কিংবা কোনো ব্যক্তি যদি এসকেএফ সংস্থার নাম নিয়ে অথবা আমার নাম ব্যবহার করে ভুয়া খবর ছড়িয়ে থাকে, তাহলে অবিলম্বেই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।