অবশেষে ট্রাম্পের মুখে মাস্ক!

করোনা ভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের সব মানুষকে মাস্ক পরার নির্দেশনা দিলেও তা পরতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে এই অবস্থান থেকে সরে আসলেন তিনি। তবে নিজের মাস্ক পরিহিত অবস্থায় ছবি তুলতে পাপারাজ্জিদের সুযোগ দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তার মধ্যেও একটি ছবি ভাইরাল হয়ে গেছে। মাস্ক পরার ব্যাপারটা বৃহস্পতিবার নিজেই জানান ট্রাম্প। এদিন তিনি মিশিগানের ইপসিল্যান্টিতে ফোর্ড অটো কারখানা পরিদর্শনে যান, যেখানে কর্মীরা বর্তমানে রেস্পিরেটর ও অন্যান্য মেডিকেল সরঞ্জামাদি উৎপাদন করছে। কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পের হাতে একটি মাস্ক দেখা যায়। জানান, কারখানার ভেতরে মাস্কটি পরেছিলেন তিনি। কিন্তু নিজের মাস্ক পরিহিত ছবি নিয়ে সংবাদমাধ্যম মজা করুক এই সুযোগ দেননি বলে জানালেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বলেন, কিছুক্ষণ আগে পরেছিলাম। পেছনের দিকে থাকার সময় পরে ছিলাম। সংবাদমাধ্যমকে এটি দেখার আনন্দ দিতে চাইনি।’