কাঁচপুরে নাসিকের অ্যাম্বুলেন্সের ধাক্কায় রিকশা চালকসহ নিহত ২

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) অ্যাম্বুলেন্সের ধাক্কায় চালকসহ রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশা চালকের নাম মো. আব্দুল কাফি (৪২) ও রিকশা যাত্রীর নাম আব্দুল আহাদ (৩৫)। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, রূপগঞ্জ থেকে নারায়ণগঞ্জ শহরগামী সিটি কর্পোরেশনের একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে কাঁচপুর এলাকায় একটি যাত্রীবাহী রিকশাকে ধাক্কা দেয়। এতে ওই রিকশার চালক ও যাত্রী ছিটকে রাস্তার উপর পড়ে যান। ২ জনের মাথায়ই এ সময় প্রচণ্ড আঘাত লাগে ও রিকশা চালক মো. আব্দুল কাফি ঘটনাস্থলেই মারা যান। এসময় এলাকাবাসী রিকশা যাত্রী আব্দুল আহাদকে উদ্ধারের পর প্রথমে মদনপুর আল বারাকাহ হাসপাতালে ও পরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাঁচপুর হাইওয়ে থানার ওসি আরও বলেন, পুলিশ নিহত ২ জনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পরই অ্যাম্বুলেন্স চালক পালিয়ে গেছে, অ্যাম্বুলেন্সটি থানায় আটকে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।