সিলেটে করোনা আক্রান্ত ১৩ র‌্যাব সদস্য আইসোলেশনে

সিলেটে চিকিৎসক, সরকারি কর্মকর্তা, পুলিশ, জনপ্রতিনিধি থেকে নিয়ে দিনমজুর- কাউকেই ছাড় দিচ্ছে না করোনা। এবার সিলেটে আক্রান্ত হলেন ১৩ জন র‌্যাব সদস্য। গতকাল শুক্রবার (২৯ মে) সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর ১৬ জন সদস্যের শরীরে নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৩ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়ে। এই ১৩ জনের মধ্যে কয়েকজনের হালকা জ্বর-সর্দি আছে, আর কয়েকজনের কোনো উপসর্গ নেই। এ বিষয়ে র‌্যাব-৯ সিলেটের (মিডিয়া অফিসার) এএসপি ওবাইন আজ শনিবার (৩০ মে) বলেন, আক্রান্ত ১৩ জনকে র‌্যাব-৯ দপ্তরে আলাদাভাবে আইসোলেশনে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাদের চিকিৎসা শুরু হয়েছে। এএসপি ওবাইন বলেন, সিদ্ধান্ত নিয়ে তাদের রি-টেস্ট করা হবে। এছাড়াও তাদের সংস্পর্শে যে র‌্যাব সদস্যরা ছিলেন তাদের শরীরের নমুনাও টেস্টের প্রক্রিয়া চলছে। তাছাড়া একে একে র‌্যাব-৯ এর সব সদস্যদের নমুনা টেস্ট করানো হবে বলে জানান মিডিয়া অফিসার ওবাইন।