আবারো হোঁচট বার্সেলোনার, শিরোপা রেসে পিছিয়ে পড়ল মেসিরা

লা লিগার ফেসবুক লাইভে সেল্টা ভিগো-বার্সেলোনা ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া প্রেডিকশন করেছিলেন, পয়েন্ট হারাবে বার্সেলোনা। শেষ পর্যন্ত সেটাই হল। শনিবার রাতে সেল্টা ভিগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে বার্সেলোনা। টানা দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে লীগ শিরোপা রেসে পিছিয়ে পড়ল কিকে সেতিয়েনের দল। ৩২ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও স্বস্তিতে নেই কাতালানরা। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ৬৮ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। হতাশার ম্যাচে জোড়া অ্যাসিস্টে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। বার্সেলোনার জার্সিতে ২৫০ অ্যাসিস্টের রেকর্ড গড়েছেন তিনি। আর লা লিগায় গোল করানোর সংখ্যাটা ১৭৯। সেল্টার মাঠ ভীষণ অপয়া বার্সেলোনার। ২০১৪-১৫ মৌসুমের পর এই মাঠে জিততে পারেনি কাতালানরা। সেল্টার মাঠে খেলা আগের চার ম্যাচের তিনটিতে হার ও একটি ড্র। স্থানীয় সময় বিকেলে শুরু হওয়া ম্যাচে সেল্টার মাঠে জয়খরা কাটানোর ইঙ্গিত দিয়েছিল বার্সেলোনা। ১৯তম মিনিটে মেসির বুদ্ধিদীপ্ত ফ্রিকিক থেকে হেডে লক্ষভেদ করেন লুইস সুয়ারেজ। ১-০ গোলের স্বস্তি নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্বস্তি উধাও মেসিদের। ৫০তম মিনিটে রুশ ফরোয়ার্ড ফিওদোর স্মোলোভের গোলে সমতায় ফেরে সেল্টা। ৬৭ মিনিটে আবারো মেসি-সুয়ারেজ ম্যাজিক। ডি-বক্সের জটলার মধ্য থেকে কোনো মতে সুয়ারেজকে পাস বাড়ান মেসি। অনেকটা হাফ-চান্স থেকে দারুণ এক গোলে আবারো বার্সাকে এগিয়ে দেন সুয়ারেজ। আসরে ১৩তম গোল করলেন উরুগুইয়ান স্ট্রাইকার। আর ১৭তম অ্যাসিস্ট করলেন মেসি। ৮৮ মিনিটে বার্সেলোনার হৃদয় ভাঙেন স্প্যানিশ ফরোয়ার্ড ইয়াগো আসপাস। দুর্দান্ত এক ফ্রিকিকে ঠিকানা খুঁজে নেন তিনি।