বুন্দেসলিগার সেরা লেভানদোস্কি

বুন্দেসলিগার ২০১৯-২০ মৌসুমের সেরা ফুটবলারের খেতাব জিতেছেন রবার্ট লেভানদোস্কি। এর আগে তিনি প্রথমবার বুন্দেসলিগার বর্ষসেরা ফুটবলারের মর্যাদা কুড়ান ২০১৬-১৭ মৌসুমে। এবার বল পায়ে একাধিক রেকর্ড গড়লেন রবার্ট লেভানদোস্কি। জার্মান বুন্দেসলিগার ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে এক আসরে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছেন বায়ার্ন মিউনিখের এই পোলিশ স্ট্রাইকার । প্রথম খেলোয়াড় হিসেবে জার্মান শীর্ষ লীগের এক আসরে শুরুর টানা ১১ ম্যাচে গোলের কীর্তি গড়েন তিনি। ইতিমধ্যেই টানা অষ্টম লীগ শিরোপা নিশ্চিত হয়েছে বায়ার্ন মিউনিখের। তাতে বড় অবদান লেভানদোস্কির। করেছেন ৩৩ গোল। চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লীগে খেলা ফুটবলারেদের মধ্যে সবচেয়ে বেশি গোল তারই। আর একটি গোল করলেই পৃথক দুটি রেকর্ড স্পর্শ করবেন লেভানদোস্কি। এর একটি, সাবেক জার্মান স্ট্রাইকার ডিয়েটার মুলারের এক মৌসুমে করা ৩৪ গোলের কীর্তি এবং অপরটি বুন্দেসলিগায় বায়ার্নের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার রেকর্ড । ৩৬৫ গোল করে সবার উপরে লিজেন্ডারি স্ট্রাইকার জার্ড মুলার। দুইয়ে রয়েছেন আরেক কিংবদন্তি কার্ল হেইঞ্জ রুমেনিগো। জার্মান শীর্ষ ফুটবল লীগের ইতিহাসে এক মৌসুমে ৩৩-এর বেশি গোলের ঘটনা আছে মাত্র চারটি। তিনটিই বায়ার্ন কিংবদন্তি জার্ড মুলারের। বুন্দেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটিও তার। ১৯৭১-৭২ মৌসুমে ৪০টি, ১৯৬৯-৭০ মৌসুমে ৩৮টি এবং ১৯৭২-৭৩ মৌসুমে ৩৬ গোল করেন জার্ড মুলার। আর ডিয়েটার মুলার ৩৪ গোলের কৃতিত্ব দেখান এফসি কোলনের হয়ে, ১৯৭৬-৭৭ মৌসুমে। পোলিশ লীগ থেকে ২০১০ সালে বুন্দেসলিগায় পা রাখা লেভানদোস্কি ২০১৪ সাল পর্যন্ত খেলেন বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে। এরপর নোঙর ফেলেন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায়। বরুশিয়া ও বায়ার্নের হয়ে বুন্দেসলিগায় তার গোলসংখ্যা ২৩৫ (৩২০ ম্যাচ)। আসরের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন ক্লজ ফিশার (৫৩৫ ম্যাচে ২৬৮ গোল)। সবার উপরে জার্ড মুলার (৪২৭ ম্যাচে ৩৬৫ গোল)।