বন্যার কারণে বিশ্বম্ভপুর ও তাহেরপুরের সাথে সুনামগঞ্জের সড়ক যোগাযোগের রাস্তার বেহাল অবস্থা

বন্যায় বিশ্বম্ভপুর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। টানা দু’দিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢ্ল পলাশ,সলুকাবাদ,ধনপুর,ফতেপুর,বাবাদাঘাট ইউনিয়নে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানি হাওর ও খাল-বিলে থৈ থৈ করছে। অব্যাহত পানি বৃদ্ধির ফলে বিশ্বম্ভপুর ও তাহেরপুর প্রবল বন্যার আশংকা করা হচ্ছে। সুরমা নদীতে পানি বৃদ্ধির ফলে পৌরসভা সহ উপজেলার ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে অনেক গ্রামীন সড়ক। গ্রামের অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ থেকে বিশ্বম্ভপুর ও তাহেরপুর সড়কের একটি অংশ। বন্যায় ভেসে গেছে শতাধিক মৎস্য খামারের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে শাকসবজির বাগান ও ক্ষেতের ফসল। পলাশ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কায়ুম জানিয়েছেন ইউনিয়নের সবক’টি গ্রাম প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ। তিনি সবাইকে সতর্ক থাকা এবং দূর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানান।