নৌবাহিনীতে হাইপারসনিক পরমাণু অস্ত্র সংযোজনের ঘোষণা পুতিনের

নৌবাহিনীতে হাইপারসনিক পরমাণু অস্ত্র সংযোজনের ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে পানির নিচে পরমাণু অস্ত্রবাহী ড্রোনও যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। এসব অস্ত্রের মধ্যে কিছু এরইমধ্যে যুক্ত হয়েছে এবং আরো কিছু যুক্ত হওয়ার পথে রয়েছে। এ খবর দিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা। খবরে বলা হয়, নতুন ঘোষিত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে পসেইডন নিউক্লিয়ার ড্রোন। এটি সাবমেরিনে করে বহন উপযোগি করে তৈরি করা হয়েছে। এছাড়া রয়েছে জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইল। এটি নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোতে মোতায়েন করা হবে। এই ক্রুজ মিসাইল শব্দের ৫ গুন গতিতে গিয়ে সঠিক লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। ফলে এই হামলা থামানো প্রায় অসম্ভব। পুতিন বলেন, তিনি বিশ্বে কোনো অস্ত্র প্রতিযোগিতা চান না। তবে তিনি সাম্প্রতিককালে বেশ কিছু নতুন প্রজন্মের পরমাণু অস্ত্র নির্মানের ঘোষণা দিয়েছেন। একইসঙ্গে, রাশিয়া এখন বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম বলেও জানান পুতিন। তবে পশ্চিমা বিশেষজ্ঞরা এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। রাশিয়ার প্রযুক্তি কতখানি আধুনিক তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।