নগরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট নগরে পৃথক অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৩০ জুলােই) নগরের মানিক পীর রোড ও নয়াসড়কে ভেজাল রোধ এবং বাজার নিয়ন্ত্রণের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ২টি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা ও ২টি সুপার শপের মালিকের কাছ থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পৃথক অভিযানে নেতৃত্ব দেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ ও মো. আমিরুল ইসলাম মাবুদ। এ সময় এপিবিএন সিলেটের এসআই (নিরস্ত্র) মো. আলী খাঁন উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ বলেন, ‘স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার তৈরি না করায় রেস্টুরেন্টগুলোকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে।’