তাহিরপুরে নাসির বিড়িসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সুনামগঞ্জের তাহিরপুর থানায় বিভিন্ন স্থানে পুলিশি অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে নাসির বিড়িসহ আটক করেছে থানা প্রশাসন । আটককৃত মাদক ব্যবসায়ীরা উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের মনা মিয়া শিকদারের ছেলে আব্দুল আলী, ও তার সহযোগী পৈলনপুর গ্রামের আবুল কাসেমের ছেলে রাকাব উদ্দিন। জানাযায়, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ বুধবার মধ্যরাতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ভারত সীমান্ত পথে মোটর সাইকেল করে খাঁচা ভর্তি নিষিদ্ধ শেখ নাসিরুদ্দিন বিড়ির চালান নিয়ে বাড়ি ফেরার পথে শিমুলতলা চন্দ্রপুর সড়কের মসজিদের মোড়ে তাদের আটক করে। এ সময় তাদের সঙ্গে থাকা সীমান্তের চিহ্নিত মাদক, গাঁজা,ইয়াবা,গরু চোরাকারবারি ও মামলাবাজ অপর এক সহযোগী ঘটনাস্থল হতে কৌশলে পালিয়ে যায়। আটককৃত চোরাকারবারীদের হেফাজতে থাকা আমদানি নিষিদ্ধ বিপুল পরিমাণ ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি সহ একটি লাল রঙের প্লাটিনা একশত সিসি চোরাই মোটরসাইকেল জব্দ করে। বৃহস্পতিবার সকালে আটকৃতদের ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান এর সত্যতা নিশ্চিত করেন। তিনি আর বলেন আজ ও এক মাদক ব্যবসায়ীকে নাসির বিড়িসহ আটক করা হয়েছে। এবং মাদক বিরোধী অভিযান চলমান থাকবে।