২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩৬৫ জন। এছাড়া একই সময়ে আরো ২ হাজার ৬১১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। ফলে সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৫৫ হাজার ১৫৩ জনে। আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৭৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। ৮১টি ল্যাবে এসব নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২০ জন। এ নিয়ে সুস্থ হলেন মোট এক লাখ ৪৬ হাজার ৬০৪ জন। উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে সারাবিশ্বে ছড়িয়ে পড়ে এ ভাইরাস। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ই মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ই মার্চ।