খেলার জন্য মরিয়া সাব্বির

অনুশীলন শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেটের ‘ব্যাড বয়’ খ্যাত সাব্বির রহমান রুম্মানও । বিসিবির ব্যবস্থাপনায় মিরপুর শেরেবাংলা মাঠে ব্যক্তিগত অনুশীলনে অংশ নেন তিনি। যদিও করোনার কঠিন সময়টায় গত মার্চ থেকে তিনি নিজ শহর রাজশাহীতে ছিলেন। সেখানে বাড়ির সিঁড়ি, ক্লেমন একাডেমির মাঠ ও জিম ব্যবহার করেছেন নিজেকে ফিট রাখতে। তবে মিরপুর মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তিনি। গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে এসে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। সংবাদমাধ্যমকে ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সাব্বির রহমান বলছি। প্রায় চার মাস পর হোম অফ ক্রিকেট, মিরপুর স্টেডিয়ামে। এই অনুভূতি প্রকাশ করতে পারবো না, খুব ভালো লাগছে। অনেকদিন পর অনুশীলন শুরু করলাম মিরপুর স্টেডিয়ামে। ব্যাটিং করলাম, বিসিবি যেসব নির্দেশনা দিয়েছে তা মেনে চললাম। খুব ভালো সুযোগ সুবিধা অনুশীলনের জন্য। সবাই টাইম মেইনটেইন করছে। আজ আমার দুইটা থেকে ছিল, ট্রেনিং শেষ করলাম খুব ভালো লাগছে।’ সাব্বির এখন মরিয়া ব্যাটে-বলে ক্রিকেট লড়াইয়ের জন্য। তিনি বলেন, ‘অনেকদিন ধরেই আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট বন্ধ আছে। সব প্লেয়ারই তাকিয়ে আছে সেই দিকে। মাঝে মাঝে হতাশাও কাজ করছে। অনেকদিন পার হয়ে গেছে। ইংল্যান্ড-পাকিস্তান যখন খেলছে বা ওয়েস্ট ইন্ডিজ যখন খেলেছে তখন খুব ভালো লেগেছে এ ভেবে যে অন্তত খেলা তো শুরু হয়েছে। আমাদের দেশে যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ম্যাচ খেলবো। খুব উন্মুখ হয়ে আছি আমরা খেলার জন্য। খুব মরিয়া হয়ে আছি। এ জন্য আমরা অনুশীলন করছি। নিজেদের ফিট রাখার জন্য এবং ভালো কিছু করার জন্য।’