প্রণব মুখোপাধ্যায় আরও সংকটে, লাইফ সাপোর্টে, গ্রামে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও সঙ্কটজনক। মঙ্গলবার তাঁকে লাইফসাপোর্ট দেয়া হয়। চুরাশি বছরের প্রণব বাবুর মস্তিস্ক থেকে জটিল অপারেশনের মাধ্যমে একটি রক্তপিন্ড অপসারণ করা হয়। তখনই ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত। এরপর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। আর্মি রিসার্চ এন্ড রেফারাল হাসপাতালের চিকিৎসকরা তাঁকে লাইফসাপোর্টে রাখেন মঙ্গলবার বিকেল থেকে তাঁর অবস্থার অবনতি দেখে। এদিকে প্রণব বাবুর আদি বাসস্থান বীরভূমের কীর্ণাহারের মিরাটি গ্রামের জপেস্বর মন্দিরে তার আরোগ্য কামনায় শুরু হয়েছে এক মহামৃত্যুঞ্জয় যজ্ঞের। গ্রামবাসীরা এই যজ্ঞের আয়োজন করেছেন। সুস্থ থাকলে প্রণব বাবু গ্রামের বাড়িতে এলেই এই মন্দিরে আসতেন। প্রতিবার তিনি গ্রামের বাড়িতে নিজের হাতে দূর্গা পুজো করেন। এবারও পুজোর আয়োজন হচ্ছিলো। প্রতিমা গড়ার কাজ শুরু হয়েছে। তিন কিলোমিটার দূরে পরোটা গ্রামে দিদির বাড়িতে তিনি থাকেন। সেখানেও আয়োজন সাড়া, শুধু প্রণব বাবুই অনিশ্চিত হয়ে গেলেন।