জগন্নাথপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ট্রলি, আহত ২

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে বেপরোয়া একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে সরে গিয়ে পোশাক তৈরির একটি দোকান ঢুকে পড়ে। এতে দুইজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শহরের জগন্নাথপুর থানা রোডের পাঠাগার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে জগন্নাথপুর থানা রোড দিয়ে বেপরোয়া গতির অনুমোদনহীন একটি ট্রলি যাওয়ার পথে হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে শহরের পাঠাগার মার্কেটে গুডলাক শপ নামের একটি পোশাক প্রস্তুতকারী দোকানের সামনের গ্লাস ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করে। এ সময় দোকানের ভেতরে থাকা দুই ব্যক্তি আহত হন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুডলাক শপ নামের ওই দোকানের মালিক শিপন আহমদ। ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে ঢুকে পড়ায় এর আঘাতে তিনি ও তার ভাই সাইদুল মিয়া আহত হন। ট্রলির আঘাতে দোকানের থাই গ্লাস ও সামনের অংশে থাকা পানের দোকান ভেঙে চুরমার হয়ে যায়। জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করি।