করোনা: সিলেট অঞ্চলে ৪৮ ঘন্টায় ৮ জনের মৃত্যু

প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সিলেট অঞ্চলে ৪৮ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের । সেই সাথে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩৩ জন। নতুন করে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৩১, সুনামগঞ্জের ২১, হবিগঞ্জের ৩০ ও মৌলভীবাজারের ৫১ জন। এনিয়ে এই অঞ্চলে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯০৫০ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৩৩৯ জন। বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় নিয়মিত ঘোষণা থেকে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট অঞ্চলে মোট আক্রান্ত ৯০৫০ জনের মধ্যে সিলেট জেলায় ৪৮২৪, সুনামগঞ্জে ১৬৯৪, হবিগঞ্জে ১৩২৬ ও মৌলভীবাজার জেলায় ১২০৬ জন। সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ পর্যন্ত ভর্তি আছেন ১৪২ জন। এর মধ্যে সিলেটে ৬৪, সুনামগঞ্জে ১৩, হবিগঞ্জে ৪৫ ও মৌলভীবাজারে ২০ জন। এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬০ জন। এর মধ্যে সিলেটে ১৪, সুনাগঞ্জে ১৬, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজারে ২৬ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৩৩৯ জন। এর মধ্যে সিলেটে ১৪৬১ সুনামগঞ্জে ১২৮৭, হবিগঞ্জে ৮৭০ ও মৌলভীবাজারে ৭২১ জন। আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৭১২৭ জনকে এবং কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৬৫৭০ জনকে। বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ৫৫৭ জন। এর মধ্যে সিলেটে ৩৩২, সুনামগঞ্জে ১০৪, হবিগঞ্জে ৩৪ ও মৌলভীবাজারে ৮৭ জন। আজ পর্যন্ত হাসপাতালে কোয়ারেন্টিনরত আছেন বিভাগের ৩৯১ জন। এর মধ্যে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৪৮, হবিগঞ্জে ১৫০ ও মৌলভীবাজারে ১১০ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোয়ারেন্টিনরত। নতুন করে মারা যাওয়া ৪ জনের মধ্যে তিনজন সিলেটের ও একজন মৌলভীবাজারের বাসিন্দা। এনিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৬১। এর মধ্যে সিলেট জেলায় ১১৮, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১৫ জন।