ছাতক রেলওয়ের ১৯টি বাসার অবৈধ গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন

ছাতক রেলওয়ের ১৩টি বাসার অবৈধ গ্যাস ও ৬টি বাসার পানি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রেলওয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বৃহস্পতিবার অবৈধ গ্যাস ও পানি সংযোগ বিচ্ছিন্ন করণে দিনব্যাপী অভিযান পরিচালনা করেন বিআর ছাতক বাজারের উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী কার্য মোঃ আব্দুল নূর। অভিযানে রেলওয়ের ১৩ টি বাসায় অবৈধভাবে সংযোগ দেয়া গ্যাস ও ৬ টি বাসায় অবৈধ পানি সংযোগ লাইন বিচ্ছিন্ন করে দেয়া হয়। অভিযানে উপসহকারী প্রকৌশলীর সাথে রেলওয়ের কর্মচারী আবুল বশর, সিরাজ মিয়া, আরজ আলী, আবু তাহের, ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। ছাতক রেলওয়ের উর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী /কার্য মোঃ আব্দুল নূর জানান, রেলওয়ের বাসাবাড়িতে আরো অবৈধ গ্যাস ও পানি সংযোগ রয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান অব্যাহত থাকবে।