মৌলভীবাজারে করোনায় চিকিৎসকের মৃত্যু

মৌলভীবাজার শহরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ আব্দুল্লাহ আল মাহমুদ করোনায় আক্রান্ত হয়ে ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেন। শুক্রবার বাদ এশা হযরত সৈয়দ শাহ মোস্তফা (রঃ) দরগাহ শরীফে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিধি মেনে লাশ দাফন করেছে শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামী সোসাইটির কোভিড ১৯ টিম। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করলে সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব তাৎক্ষনিক উপস্থিত হন। দাফন-কাফনে উপস্থিত ছিলেন শেখ বোরহান উদ্দিন রহঃ ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, মহাসচিব মিজানুর রহমান রাসেল, টিম লিডার আশরাফুল খান, সাংগঠনিক সচিব সোহান হোসাইন হেলাল, যুগ্ন প্রচার ও প্রকাশনা সচিব সাব্বির আহমেদ তপু, টিম মেম্বার ইয়াছিন তালুকদার, হাফিজ আহমেদ জুবায়ের, সৈয়দ আমিন আল হাসান, গিয়াস উদ্দিন, শাহরিয়ার খাঁন সাকিব প্রমুখ। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা ত‌ওহীদ আহমদ জানান, মৌলভীবাজার জেলায় এপর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২০ জন। আক্রান্ত হয়েছেন ১৪৬৯ জন ও সুস্থ হয়েছেন ৯৭৪ জন।