৮ গোল দিয়ে মৌসুম শুরু বায়ার্নের

জার্মান ফুটবলে একচ্ছত্র আধিপত্য বায়ার্ন মিউনিখের। টানা আট মৌসুম জিতেছে বুন্দেসলিগার শিরোপা। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ সহ ট্রেবল জিতেছে বাভারিয়ানরা। শুক্রবার জার্মানিতে মাঠে গড়িয়েছে ২০২০-২১ মৌসুম। শুরুর দিনই নিজেদের শক্তি দেখাল হান্সি ফ্লিকের দল। শালকেকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। বুন্দেসলিগার ইতিহাসে মৌসুম শুরুর প্রথম সপ্তাহে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। লীগের প্রথম ম্যাচে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে বায়ার্ন আভাস দিয়ে রাখল- এই মৌসুমেও তাদের আধিপত্য রুখতে হলে অন্যদের দারুণ কিছুই করতে হবে। ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারিনায় হ্যাটট্রিক করেছেন সার্জ নাব্রি। একবার করে গোলের দেখা পান রবার্ট লেভানদোস্কি, লিয়ন গোরেৎজকা, লিরয় সানে ও জামাল মুসিয়ালা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২২ ম্যাচ জিতলো বায়ার্ন। গত বছরের ৭ই ডিসেম্বর সর্বশেষ বরুশিয়া মনশেনগ্লাডবাখের কাছে হেরেছিল তারা।