তিন নেতার কাঁধে সিলেট আ'লীগের দায়িত্ব!

আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার জন্য সিলেট বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে দলের তিন শীর্ষ নেতাকে। একইসঙ্গে অন্য সাতটি বিভাগে সাংগঠনিক টিম গঠন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। চলতি সপ্তাহের যেকোন দিন আনুষ্টানিকভাবে এ কমিটি ঘোষণা হতে পারেও বলেও জানায় ওই সুত্র। সিলেট বিভাগের সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্তরা হলেন-বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাহবুব উল আলম হানিফ ও বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সাখাওয়াত হোসেন শফিক। এছাড়া ওই কমিটিতে আরো দুজন সদস্য থাকতে পারেন বলে জানা গেছে। জানা যায়, সিলেট বিভাগে দলকে সুসংগঠিতকরণে তাদের এ দায়িত্ব দেয়া হয়। এছাড়াও কমিটি জেলা ও মহানগর কমিটিগুলোতে যাতে বিতর্কিত কোন নেতা স্থান না পায় এবং দলের ত্যাগী নেতাদের সমন্বয়ে কমিটি গঠনে দায়িত্ব পালন করবে ওই কমিটি। এর আগে শুক্রবার দলের এক সভায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, আটটি বিভাগের জন্য আটটি টিম সাংগঠনিকভাবে প্রস্তুত করে আমরা নেত্রীর কাছে জমা দিয়েছি। তিনি অনুমোদন দিলে এই টিমগুলো আটটি বিভাগে আমাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।